Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেয়ার আহ্বান


দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (৬ জুলাই) আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Post a Comment

0 Comments