
করোনাকালে কিভাবে দিন কাটছে?
বেশ ব্যস্ততায় দিন কাটছে। ১৫ দিন হলো শুটিং শুরু করেছি আর টুকটাক বাইরে যাওয়া। আমি কাজ ছাড়া থাকতে পারি না, কিছু না কিছু তৈরি করে ফেলি। নতুন কাজ নিয়ে ভাবছি, এ জন্য অফিসিয়াল কাগজপত্র তৈরি, পড়াশোনা, পুরনো সব গোছানো- এসব করতে করতে সময়ই পাই না। এখন বাসায় কাজের লোক নেই, তাই ঘরের সব কাজও করতে হচ্ছে। আর কোনো কাজ ছাড়া বাইরে যাওয়া এমনিতেও হতো না। সুতরাং আমার জন্য কোয়ারেন্টাইন নতুন কিছু না। বলা চলে- সারা বছরই মো

0 Comments