আমাদের মধ্যে অনেকেই আছেন যে প্রায়ই মূত্রনালির সংক্রমণে ভুগে থাকেন। সুতরাং, মূত্রনালির সংক্রমণের বিষয়টি সম্পর্কে আমরা কম-বেশি সবাই পরিচিত। মূত্রনালির সংক্রমণ তীব্র কষ্টদায়ক এবং ভীষণ অস্বস্তিকর।
শিশু থেকে বৃদ্ধ কিংবা পুরুষ থেকে মহিলা যে কেউই মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হতে পারেন। তবে ইউরিন ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ মহিলাদের তুলনামূলক বেশি হয়ে থাকে। বিশেষ করে, গর্ভবতী মা এবং শিশুরা মূত্রনালির সংক্রমণে বেশি আক্রান্ত হয়ে থাকে।
- যে কোনো ঋতুতেই যে কোনো বয়সের যে কেউ মূত্রনালির সংক্রমণ বা ইউরিন ইনফেকশনে ভুগতে পারেন। তবে নানা কারণে গ্রীষ্মকালে মূত্রনালির সংক্রমণ কিছুটা বেশি হয়।
* মূত্রনালির সংক্রমণ বেশ কিছু কারণে হতে পারে যেমন : ব্যাক্টেরিয়ার সংক্রমণ, ব্যক্তিগত পরিষ্কার পরিছন্নতা বজায় না রাখা, পর্যাপ্ত পানি পান না করা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মূত্রাশয় সম্পূর্ণ খালি হতে সমস্যা হওয়াসহ অন্যান্য অনেক কারণে একজন মানুষ মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হতে পারেন। তবে বেশির ভাগ মানুষই ই-কোলাই ব্যাক্টেরিয়ার দ্বারা মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন।
-মূত্রনালির সংক্রমণের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে- ইউরিনেশনের সময় জ্বালা-পোড়া করা, ইউরিনে তীব্র গন্ধ, ইউরিনের রং ডার্ক হওয়া, পেলভিক পেইন বা ঘন ঘন ইউরিনের চাপ হওয়া এবং হালকা ফিভার।
সুতরাং, মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ নেয়ার পাশাপাশি নিচের টিপস মেনে চলুন।
-প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। কম পানি পান বা ডিহাইড্রেশনের সাথে মূত্রনালির সংক্রমণের সম্পর্ক

0 Comments