
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও প্রতি তিনজনের মধ্যে অন্তত একজনের ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে নতুন এক রিপোর্টে উঠে এসেছে।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর গবেষকরা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও প্রায় ৩০ শতাংশের ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ পাঁচ হাজার দুশ ৮৯ জন এবং মারা গেছে ৪২ হাজার ছয়শ ৪৭ জন। গবেষকরা বলছেন, আক্রান্তদের মধ্যে প্রায় লক্ষাধিক ব্রিটিশ নাগরিক সারা জীবনের জন্য ফুসফুসের সমস্যায় পড়ে গেল।
বিশেষজ্ঞরা বলছেন, যেসব রোগীকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিতে হয়েছে এবং যাদের পরিস্থিতি খারাপ হয়েছে; তাদের প্রায় অর্ধেকই স্মৃতিশক্তি, মানসিক বিষয় এবং স্বাস্থ্যের দিক থেকেও দুর্বল হয়ে গেছে।
এনএইচএস এর সেন্টার ফর রিকভারিং কোভিড-১৯ এর প্রধান ডা. হিলারি ফ্লয়েড বলেছেন, যারা স্বাস্থ্যবান হওয়া সত্তে¡ও করোনা আক্রান্ত হয়েছেন, ৪০ কিংবা ৫০ বছর বয়সে তাদের ক্লান্তি এবং শারীরিক অক্ষমতা দেখা দিতে

0 Comments